• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সাভারে সুতা তৈরির কারখানায় গুলিবর্ষণ, আহত অন্তত ৩০

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২  

সাভারে একটি সুতা তৈরির কারখানায় গুলিবর্ষণে তিন জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ৩০ জন। বুধবার দিনগত রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। সেখান থেকে পাঁচটি শটগান ও ৯ রাউন্ড গুলিসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, কারখানাটির মালিক সিদ্দিকুর রহমান প্রবাসে থেকে কারখানা পরিচালনার দায়িত্ব দেন তাঁর বন্ধু কর্নেল (অব.) আনিসুর রহমানকে। অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে গত ১৭ আগস্ট সিমটেক্সের চেয়ারম্যান আনিসুর রহমানকে সব পাওনা বুঝিয়ে দিয়ে চাকুরিচ্যুত করে কর্তৃপক্ষ। এরপর থেকেই কারখানায় উত্তেজনা বিরাজ করছিল।

বুধবার বিকেল থেকেই সন্ত্রাসীরা কারখানার চারপাশে মহড়া শুরু করে। একপর্যায়ে মাইক্রোবাসে করে আসা ১৭ জন কারখানায় প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। তারা কারখানার দখল নেওয়ার চেষ্টা করলে বাধা দেন কমকর্তারা। এ সময় ফ্লোর ইনচার্জ রিপন, গাড়িচালক রফিক ও জাহাঙ্গীর গুলিবিদ্ধসহ আহত হয় ৩০ জন। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ আনিসুর রহমানসহ ১২ জনকে আটক করে।

কারখানার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল (অব.) সারোয়ার হোসেন। তিনি বলেন, ‘কারখানার পরিবেশ থমথমে। সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, ‘বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।