• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৌলতপুরে আগুনে ২ গরুর মৃত্যু : দগ্ধ আরো চারটি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২  

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের নিলুয়া গ্রামের মো. সাইজুদ্দিনের বাড়িতে গরুর ঘরে আগুন লেগে দুটি গরু, ঘরসহ ভেতরে থাকা চারটি গরু ও মালামাল পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৬ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান পরিবারের লোকজন।

জানা গেছে, গত রোববার দিনগত রাত ২টার দিকে বাড়ির লোকজন হঠাৎ আগুনের দৃশ্য দেখে চিৎকার করলে আশে পাশের মানুষ এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে একটি ঘরসহ দুটি গরু পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৬ লক্ষ টাকার মালামাল ভূস্মিভূত হয়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মো. সাইজুদ্দিন হোসেন বলেন, রাত ২ টার দিকে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টায় ব্যার্থ হয়। ততক্ষণে দুটি গরুসহ ঘর ও ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৬ লাখ টাকার মালামাল ক্ষতি হয়। স্থানীয় ফারুক হোসেন জানান, বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দৌলতপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। যতক্ষণে সক্ষম হয় ততক্ষণে ঘরসহ দুটি গাভি পুড়ে মারা যায়।