• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে ৫ ডাকাত আটক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২  

ধামরাইয়ে ডিবি পুলিশের পরিচয়ে ৪ লাখ ৬৪ হাজার টাকা ডাকাতি করে পালানোর সময় ৫ ভুয়া ডিবি পুলিশ জনতার হাতে আটক,গণধোলাইযের পর ৫ ডিবি পরিচয়ধারী ডাকাত সূরুল ইসলাম (২৭), রুবেল (৩০), রাসেল (২৭), শওকত (৩০), রিয়াজুল (৩০) দের পুলিশে সোর্পদ করা হয়। ডাকাতের হামলায় কয়েকজন ব্যবসায়ী আহত হন বলে খবর পাওয়া গেছে। সোমবার  এ ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাসটি আটকের পর জনতা গাড়িটি ভাংচুর করে।  আহত ডাকাতদের ধামরাই মেডিকেলে  নেওয়া হয়। আহত গাড়ি চালক   বলেন, ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাদের গাড়িটি থামায় সাভার নবীনগরে। এরপর ব্যবসায়ী ৫ জনকে ডাকাত দল গাড়িতে উঠিয়ে মানিকগঞ্জের দিকে নিয়ে যাচ্ছিল। আহত ব্যবসায়ীরা ডাকাতদের পিছু নেয়।

এর পর মোবাইল ফোনে সোমভাগ ইউনিয়ন পরিষদের লোকজনদের কাছে জানায়। এলাকাবাসী জড়ো হয়ে  মাইক্রোবাসটি  থামায়। এসময় ডাকাতরা ১০ জনের মধ্যে ৫ জন পালিয়ে গেলেও অপর ৫ জন কে জনতা ধরে ফেলে।গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।