• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

সিরাজগঞ্জে অপহৃত শিশু ১০ দিন পর সাভারে উদ্ধার, গ্রেফতার ১

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২  

সিরাজগঞ্জ জেলা থেকে অপহরণের দশ দিন পর সাভার থেকে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ। অপহরণের শিকার ওই শিশুটির নাম হযরত আলী (৯)। 

সাভার হাইওয়ে থানার এসআই আব্দুর রহিম বলেন, গত ৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার হাড়িভাঙ্গা গ্রামের বেলাল হোসেনের নয় বছরের ছেলে হযরত আলীকে অপহরণ করেন খোকন নামের এক অপহরণকারী। পরে মুঠোফোনে শিশুটির পরিবারের কাছে কয়েক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে জানালে শিশুটিকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেওয়া হয়। পরে শিশুটির পরিবার মুক্তিপণের টাকা জোগাড় করতে না পেরে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় অপহরণকারী খোকনকে প্রধান আসামি করে অপহরণের একটি মামলা দায়ের করেন। অপহরণকারী সাভারে অবস্থান করছে জানতে পেরে উল্লাপাড়া থানা থেকে বিষয়টি সাভার হাইওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ রাতে সাভারের রেডিও কলোনি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপহরণের শিকার শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারী খোকনকে গ্রেফতার করা হয়। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উদ্ধার হওয়া শিশুটি ও অপহরণকারীকে উল্লাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।