• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাংস নিয়ে দ্বন্দ্ব, ভাবির মুখ ঝলসে দিলেন দেবর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২  

মানিকগঞ্জের দৌলতপুরে সুমি আক্তার (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গরম তরকারির পাতিলে চেপে ধরে মুখ ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, ওই গৃহবধূর শ্বশুর-শাশুড়ির সহযোগিতায় দেবর জুয়েল শেখ এ ঘটনা ঘটান। গতকাল রবিবার রাতে উপজেলার জিয়নপুর ইউনিয়নের নারান্দিয়া গ্রামের খা-পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  ভুক্তভোগী ওই গৃহবধূ আশঙ্কাজনক অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


 সুমি আক্তার জানান, বিদ্যুৎ না থাকায় ফ্রিজ থেকে মাংস বের করাকে কেন্দ্র করে শ্বশুর-শাশুড়ি ও দেবরের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় শাশুড়ি রোকিয়া বেগম, শ্বশুর শুকুর আলী এবং দেবর জুয়েল আমাকে হত্যার উদ্দেশ্যে চুলায় গরম তরকারির পাতিলে মুখ চেপে ধরে। একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি । তারপরের ঘটনা আমার জানা নেই।  

সুমি আক্তারের বাবা আকুমুদ্দিন জানান, খবর পেয়ে রাতেই আমার মেয়েকে উদ্ধার করে আহত অবস্থায় দৌলতপুর হাসপাতালে ভর্তি করিয়েছি।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌস মাহমুদ খান জানান, সুমির মুখের সম্পূর্ণ অংশ পুড়ে গেছে।  দু-এক দিন পর্যবেক্ষণে রেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হবে।  

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর স্বজনরা থানায় এসেছেন। লিখিত অভিযোগ দিলে ঘটনাটি গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদেক্ষপ নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান বলেন, খবর পেয়ে অসুস্থ সুমিকে হাসপাতালে দেখতে যাই। ঘটনাটি খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে ভুক্তভোগী ওই নারীকে। এ ছাড়া উন্নত চিকিৎসার ব্যাপারে উপজেলা প্রশাসন তার পাশে থাকবে।