• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দুর্ঘাপূজা উপলক্ষে সাটুরিয়ায় নিরাপত্তা সংক্রান্ত মতবিনিয় সভা অনুষ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২  

শারদীয় দুর্গপূজা উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত এক মতবিনিময় সভা শনিবার সকাল ১১ টার দিকে জেলার সাটুরিয়া থানা চত্তরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম- বার।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোহাম্মদ কামরুল হাসান, সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা খান, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি সমরেন্ধু সাহা লাহোর, সাধারণ সম্পাদক প্রদ্যোত কুমার ঘোষ এ্যাপোলো, সাটুরিয়া কমিউনিটি পুলিশের সভাপতি মো. আমজাদ হোসেন লাল মিয়া, হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান জ্যোতি, সাটুরিয়া উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সেফালী আক্তার, সাটুরিয়া সৈয়দ কালুশাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গনেশ চন্দ্র ঘোষ সহ আরও অনেকে।

সাটুরিয়া থানার ওসি তদন্ত মহব্বত হোসেন খানের উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) অপু মোহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব।সভায় উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, সংবাদকর্মী, ৯ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য, সদস্যা, পূজা উদযাপন পরিষদের নেতাকর্মী, সাটুরিয়া উপজেলার ৭৮ টি দুর্গাপূজার মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক, ধর্মীয় নেতা, শিক্ষকসহ সমাজের সকল শ্রেণী পেশার প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন। সাটুরিয়া থানা পুলিশ এ সভার আয়োজন করে।