• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

কেরানীগঞ্জে নসরুল হামিদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২  

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নসরুল হামিদ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কোন্ডা ইউনিয়নের জাজিরা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। থানার পাঁচটি ইউনিয়ন থেকে মোট পাঁচটি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় কোন্ডা ইউনিয়ন একাদশ ১-০ গোলের ব্যবধানে শুভাঢ্যা ইউনিয়ন একাদশকে পরাজিত করে।

রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ১৪ অক্টোবর। বিশিষ্ট ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন, কেরানীগঞ্জে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে খেলোয়াড়রা, আর এখান থেকেই তৈরি হবে জাতীয় দলের সব ধরনের খেলোয়াড়। তাই কেরানীগঞ্জের সব মাঠগুলোকে খেলার উপযোগী করে তৈরি করা হচ্ছে।

এ সময় অন্যানের মধ্যে শুভাঢ্যা চেয়ারম্যান ইকবাল হোসেন, জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, কোন্ডা ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুকসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।