• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সাভার ও ধামরাইয়ে ‘মীনা দিবস’ উদযাপন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২  

‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ প্রতিপাদ্য সামনে রেখে ঢাকার সাভার ও ধামরাইয়ে উদযাপিত হয়েছে ‘মীনা দিবস- ২০২২’। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাভার ও ধামরাই উপজেলা পরিষদে অনুষ্ঠান সম্পন্ন হয়।সাভার উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। র‍্যালিটি সাভার উপজেলা পরিষদের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা শিক্ষা কর্মকর্তা তাবশিরা লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) প্রমুখসহ অন্যরা।

এদিকে, ধামরাই উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এসময় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধের অঙ্গীকার নিয়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও পূর্ব এশিয়ার দেশগুলোতে ইউনিসেফ ঘোষিত এই দিবসটি প্রতিবছর ২৪ সেপ্টেম্বর পালিত হয়।