• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আশুলিয়ায় ৫ ছিনতাইকারীসহ থানায় হাজির ভুক্তভোগী নারী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২  

আশুলিয়ায় যাত্রীদের সহযোগিতায় ছিনতাইকারীচক্রের পাঁচ নারী সদস্যকে হাতেনাতে আটক করে গাড়িসহ থানায় হাজির এক ভুক্তভোগী নারী।   উদ্ধার করা হয় স্বর্ণের চেইন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে আশুলিয়ায় থানায় এ ঘটনা ঘটে।

এর আগে আশুলিয়ার জামগড়ায় চলন্ত লেগুনায় ছিনতাইয়ের কবলে পড়েন ভুক্তভোগী নারী সাহিদা বেগম। তিনি আশুলিয়ার গোমাইলের বাসিন্দা।

গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার মোসা. লাল চাঁন (২০), তাসলিমা আক্তার (৪৫), নাসিমা আক্তার (২৪), জরিনা আক্তার (৩৫) ও হবিগঞ্জের মাধবপুরের সেবিনা আক্তার (৩৫)। তারা সবাই গাবতলী এলাকার বস্তির বাসিন্দা।

ভুক্তভোগী সাহিদা বেগম জানান, সকালে আশুলিয়ার নরসিংহপুর থেকে বাইপাইলের উদ্দেশে লেগুনায় ওঠেন। এরপর সামনের স্ট্যান্ড থেকে অভিযুক্ত পাঁচ নারীও লেগুনায় ওঠে। জামগড়ায় পৌঁছলে তারা সাহিদা বেগমকে কৌশলে ঘিরে ধরে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে অন্য যাত্রীদের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে লেগুনাসহ ভুক্তভোগী সরাসরি আশুলিয়া থানায় চলে যান।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, আসামিদের বিরুদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তাদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। চক্রটি কখনো যাত্রী বা পথচারী বেশে কৌশলে মালামাল হাতিয়ে নেয়।