• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ইয়াবা এবার সাপের বাক্সে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯  

সাপুড়ে সেজে ঢাকা যাচ্ছিলেন মো. আবুল হোসেন (৩৭) টেকনাফ থেকে যাওয়ার সময় সাপ রাখার বাক্সে লুকিয়ে রেখেছিলেন ইয়াবা কিন্তু পথে পুলিশের হাতে গ্রেফতার হতে হয় তাকে ওই সাপের বাক্স থেকে উদ্ধার করা হয় ৫ হাজার পিস ইয়াবা

আজ শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে কর্ণফুলী থানা পুলিশের হাতে গ্রেফতার হন আবুল হোসেন তিনি ঢাকা জেলার সাভারের কাঞ্চনপুর এলাকার আনু মিয়ার ছেলে

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, ‘সাপ রাখার বাক্সে ৫ হাজার পিস ইয়াবা লুকিয়ে রেখে টেকনাফ থেকে ঢাকা যাওয়ার পথে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের চোখ ফাঁকি দিতে সে সাপুড়ে সেজেছিল’

শুক্রবার সকাল ৯টার দিকে কর্ণফুলী থানার মইজ্যারটেক মোড় থেকে মো. আবুল হোসেনকে গ্রেফতার করেন কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম

এসআই মনিরুল ইসলাম বলেন, ‘সাপ রাখার বাক্সে কৌশলে লুকিয়ে ইয়াবা নিয়ে টেকনাফ থেকে ঢাকা যাচ্ছিলেন আবুল হোসেন গোপন সূত্রে খবর পেয়ে মইজ্যারটেক মোড় থেকে তাকে আটক করি

তিনি বলেন, ‘আমাদের কাছে সাপের বাক্সে করে ইয়াবা নিয়ে যাওয়ার তথ্য ছিল আবুল হোসেনকে আটকের পর বাক্সে সাপের চামড়া, তন্ত্র-মন্ত্রের হাড়, তেলসহ বিভিন্ন জিনিস পাওয়া যায় সে নিজেকে সাপুড়ে দাবি করে ছেড়ে দেওয়ার অনুরোধ জানাতে থাকে একপর্যায়ে সাপের বাক্সের তলা কেটে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়