• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মানিকগঞ্জে ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকান উচ্ছেদ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২  

মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। পুলিশ প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের প্রবেশদ্বার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ব্যস্ততম এলাকা।

এই প্রবেশদ্বারে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে ফল, পান-সিগারেট, মালামালসহ বিভিন্ন দোকানপাট করা হয়েছে। এ ছাড়া সড়কের একাংশজুড়ে তিন চাকার যানের অবৈধ স্ট্যান্ড করায় সেখানে যানজট লেগে থাকে। এতে জেলা শহরে যাতায়াতে পথচারী ও যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়।

এসব বিষয় নিয়ে সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন সভায় আলোচনা হয়। এ পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদের উদ্যোগ নেয় পুলিশ প্রশাসন।

সকাল ১০টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় পুলিশ সুপারসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া দখলদারেরা নিজেরাও দোকানপাট ও মালামাল অন্যত্র সরিয়ে নেন। বেলা একটা পর্যন্ত চলে এই উচ্ছেদ অভিযান।

এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, শহরের প্রাণকেন্দ্র মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় শহরের প্রবেশদ্বার শহীদ সরণি লেন সড়কের অভিমুখে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট ও সড়কের অর্ধেকজুড়ে তিন চাকার যানের স্ট্যান্ড করায় প্রতিনিয়ত যানজট লেগে থাকে। জনসাধারণের চলাচলের সুবিধার্থে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। পুলিশ সুপার আরও বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে পুলিশ সদস্যরা নিয়মিত কাজ করবেন। এ ছাড়া শহরের সচেতন মানুষেরও দায়িত্ব নিতে হবে।