• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

সাভারে চিমনিসহ ২ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২  

পরিবেশ অধিদপ্তর ঢাকার সাভারে অভিযান চালিয়ে চিমনিসহ দুই ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। পরিবেশ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ ‘মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা’র যৌথ উদ্যোগে মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা মোতাবেক গতকাল সাভার এলাকায় বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

ওই অভিযানে তেতুলঝোড়া ইউনিয়নের মেটকা গ্রামের এম বি এম ব্রিকস এবং এ কে এম ব্রিকসকে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। চিমনিসহ ওই ইটভাটাগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া সাভারের আমিন বাজার এলাকায় চারটি সিসা কারখানায় মোবাইল কোর্টের মাধ্যমে কারখানাগুলো ভেঙে এর কার্যক্রম বন্ধ এবং এর মালামালগুলো জব্দ করা হয়।

মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব এবং পরিদর্শক প্রতীক ইসলাম ও ল্যাব অ্যাটেনডেন্ট সবুজ হোসেন। পরিবেশ অধিপ্তর জানায়, বায়ুদূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভবিষ্যতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।