• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

সাভারে অটোরিকশা ছিনতাইচক্রের ৩ সদস্য আটক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২  

ঢাকার সাভার থেকে অটোরিকশা ছিনতাইকারীচক্রের তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকালে ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।

আটকরা হলেন- দ্বীন ইসলাম (২২), আকরাম হোসেন (৩১) এবং আল আমিন(৩০)। পুলিশ জানায়, ১ অক্টোবর রাতে সাভারের শিমুলতলা সিআরপি এলাকা থেকে রোগীবেশে দুইজন ছিনতাইকারী আলাউদ্দিন নামে এক রিকশাচালকের রিকশায় উঠে। পথে সাভারের রাজাশন রোডের আইচানোয়াদ্দা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে ওঁৎ পেতে থাকা আরো দুজন এবং রিকশায় অবস্থানরত দুজন মিলে রিকশাচালকের হাত-পা বেঁধে তাকে মারধর করে এবং পার্শ্ববর্তী খালে ফেলে দিয়ে তার সাথে থাকা নগদ টাকা এবং মোবাইল ফোনসহ তার অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী রিকশাচালক আলাউদ্দিন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি ছিনতাই মামলা করলে পুলিশ ছিনতাইকৃত মোবাইল ফোনের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, আসামিরা অটোরিকশা ছিনতাইচক্রের সক্রিয় সদস্য। তারা সাভার এবং এর পার্শ্ববর্তী এলাকা থেকে ছদ্মবেশে রিকশা ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।