• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

আশুলিয়ায় তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২  

সাভারের আশুলিয়ায় পৃথক অভিযানে চোলাই মদ ও গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।  বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পৃথক দুই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

এর আগে মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে আশুলিয়ার গৌরিপুর ও উত্তর গাজিরচট এলাকা থেকে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। পরে তাদের নামে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতারা হলো-পাবনা জেলার ফরিদপুর থানার হাদল গ্রামের উসমান পরামানিকের ছেলে মো. হুবাইরা খোকন, রাঙ্গামাটি জেলার বড়কল থানার বিলছড়া গ্রামের সুজন চাকমার ছেলে সুমন চাকমা ও ঢাকা জেলার আশুলিয়া থানার উত্তর গাজিরচট এলাকার আব্দুল খালেকের ছেলে মো. হারিজ মিয়া।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে আশুলিয়ার গৌরিপুর এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ খোকনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে রুবেল নামের এক মাদক বিক্রেতা পালিয়ে যায়। অপর দিকে একই দিকে ৫১০ লিটার চোলাই মদ ও চোলইমদ তৈরির সরঞ্জামসহ সুমন চাকমা এবং হারিজ মিয়াকে আটক করা হয়।

ঢাকা উত্তর ডিবির অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আমাদের দুজন অফিসার পৃথক অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের আটক করে। আসামিদের নামে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।