• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মহিলা আ. লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২  

আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে সোহরাওয়ার্দী অভিমুখে। দুপুর নাগাদ নারী নেত্রী ও কর্মীদের উপস্থিতি আরো বেড়ে যায়।

বিকেলেও দলে দলে নারী নেত্রীরা আসছেন সম্মেলনে। আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে তারা বিভিন্ন স্লোগান দেন। মহিলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, বর্তমান সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম দুজনই সভাপতি পদ চাইছেন। বর্তমান কমিটির সহসভাপতি শিরিন নাঈম পুনম, আসমা জেরিন ঝুমু, বনশ্রী বিশ্বাস, স্মৃতি কণাও সভাপতি পদের জন্য দৌড়ঝাঁপ করছেন। সাধারণ সম্পাদক পদ পেতে যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী, শিরিন রুকসানা, শিখা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, ঝর্ণা বাড়ৈ দৌড়ঝাঁপ করছেন।