• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সরকার যেখানে ভালো মনে করবে, সেখানে সমাবেশের অনুমতি দেবে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২  

সরকার যেখানে সবচেয়ে ভালো মনে করবে, সেখানে আগামী ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের স্থানের জন্য অনুমতি দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, কারও কথা শুনতে সরকারের কোনো বাধ্যবাধকতাও নেই।

শনিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নোকার চ্যাম্পিয়নশিপ-২০২২-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পল্টনে গণসমাবেশের অনুমতি দিতে সরকার বাধ্য হবে—বিএনপির এমন হুঁশিয়ারির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘গণসমাবেশের জন্য তারা তিনটি স্থান চেয়েছে—সোহরাওয়ার্দী উদ্যান, সংসদ ভবন ও পল্টন এলাকা। কিন্তু তারা সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া এত বড় গণসমাবেশ কোথায় করতে পারবে? ডিএমপি কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানকে উপযুক্ত মনে করেছেন।

এ জন্য বিএনপিকে সেখানে অনুমতি দেওয়া হবে। আমাদের (আওয়ামী লীগের) কিছু দলীয় অনুষ্ঠান রয়েছে। সেগুলো শেষ হয়ে যাবে। এরপর বিএনপি সেখানে সমাবেশ করতে পারবে। তারা যদি অন্য কিছু বলে, সেটা তাদের হিসাব।’

গত সপ্তাহে আদালত চত্বর থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার হালনাগাদ তথ্য জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এখনো হাতে আসেনি। যে কয়েকজন সহযোগিতা করেছে, তাঁদের একজনকে ধরা হয়েছে। অন্যদের অবস্থানও ধরতে পারব আশা করি।’ এ সময় ৯ বছরেও কেন সেনাবাহিনী থেকে বরখাস্ত জঙ্গি মেজর জিয়াকে ধরা হচ্ছে না—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁকে ধরা হচ্ছে না, এটা ঠিক নয়। তাঁকে ধরার চেষ্টা চলছে।