• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মানিকগঞ্জে আকর্ষনীয় গরু দৌড়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯  

মানিকগঞ্জের সদর উপজেলার বংখুরি গ্রামের ক্লাব মাঠে হয়ে গেলো আকর্ষনীয় গরু দৌড় প্রতিযোগিতা

স্থানীয় চৌকিঘাটা ও বংখুরী প্রগতি ক্লাব শুক্রবার বিকেলে যৌথভাবে এই গরু দৌড় প্রতিযোগীতার আয়োজন করে প্রতিযোগিতায় ঢাকার নবাবগঞ্জ ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকার ৩০টি গরু অংশ নেয়

দৌড় প্রতিযোগিতায় ঢাকার নবাবগঞ্জের ঘোষাইল গ্রামের শেখ রাসেল মিয়ার গরু চ্যাম্পিয়ন হয়

মানিকগঞ্জের পালড়া গ্রামের লিয়াকত আলীর গরু দ্বিতীয় এবং খাবাসপুর গ্রামের সাত্তার বেপারির গরু তৃতীয় হয়

ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা দেখতে আশপাশের কয়েকটি গ্রামের হাজারো নানা বয়সী মানুষ জড়ো হয় আকর্ষনীয় গরু দৌড় প্রতিযোগীতা দেখে আনন্দ পায় তারা

দর্শকরা জানান, অনেক আগে গরু দৌড় প্রতিযোগিতা নিয়মিত হতো এখন আগের মত গরু দৌড় খুব একটা দেখা যায় না একসঙ্গে এত গরুর দৌড় দেখে খুবই আনন্দ লাগছে গ্রামীন ঐতিহ্য টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই গরু দৌড় বেশী করে আয়োজন করা উচিত

আয়োজক বংখুরী ক্লাবের সভাপতি মোতালেব বিশ্বাস বলেন, দুই’শ বছর ধরে এই অঞ্চলে গরু দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে এখন দৌড়ানোর জন্য আগের মত গরু পাওয়া যায় না মানুষের মাঝে আগ্রহ অনেকটা কমে গেছে তবুও গ্রামীন ঐতিহ্য টিকিয়ে রাখতে আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতি বছর এই আয়োজন করতে আগামীতেও আরো বড় পরিসরে আয়োজন করা কথা বলেন তিনি

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এলাকার সমাজসেবক সুমন আহমেদএসময় বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন