• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

শ্যুটারগান, ইয়াবাসহ মুদি দোকানি আটক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২  

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে একটি শ্যুটারগান ও গুলিসহ মো. স্বপন হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ইয়াবা জব্দ করে পুলিশ। শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা উত্তর ডিবি পুলিশ পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

এর আগে গতকাল (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার চানগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত স্বপন হোসেন আশুলিয়ার চানগাঁও এলাকার মো. মাসুম মাতবরের ছেলে। তিনি ওই এলাকায় একটি রিকশার গ্যারেজের পাশাপাশি মুদি দোকানের ব্যবসা করতেন।

সংবাদ সম্মেলনে ডিবি পুলিশ জানায়, ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির উপপরিদর্শক মোহাম্মদ শাহাদাতের নেতৃত্বে একটি টিম আশুলিয়া থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিউটি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে স্বপনকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হলে ঘরে একটি শ্যুটারগান ও আরো ৩০০ পিস ইয়াবা আছে বলে স্বীকার করেন তিনি। পরে স্বপনের ঘর থেকে একটি শ্যুটারগান ও ইয়াবা উদ্ধার করা হয়। ঢাকা উত্তর ডিবি পুলিশ পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, সাত দিনের রিমান্ড চেয়ে স্বপনকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি আলাদা মামলা দায়ের করা হয়েছে।