• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মির্জাপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা চায় নতুন মুখ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯  

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তোড়জোড় চলছে পুরোদমে মির্জাপুর উপজেলায় চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী মাঠে প্রচারণা চালাচ্ছেন একক প্রার্থী চুড়ান্ত করতে আগামী ২৭ জানুয়ারি স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেনের বাসভবনে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভার আয়োজন করা হয়েছে বর্ধিত সভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে এছাড়া শুক্রবার সকাল থেকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে শনিবার (২৬ জানুয়ারি) বিকেল পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি চলবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন

জানা গেছে, চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ছাড়াও আরেক সহ-সভাপতি ও হংকং শাখা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ লিটন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, সাবেক ছাত্রলীগ নেতা তৌফিকুর রহমান তালুকদার রাজীব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ এবং ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম মনির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. সেলিম শিকদার, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক তারিফ আহমেদ সোহাগ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা মাঠ চষে বেড়াচ্ছেন

এই উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ দলটির তৃণমূল নেতাকর্মীরা এই উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ দেখতে চান

নতুন মুখ হিসেবে এলাকায় নিজের দক্ষতায় কাজ করে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হংকং শাখা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ লিটন ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস

সুদর্শন যুবনেতা শক্তিশালী প্রার্থী শামীম আল মামুন মনোনয়ন পাওয়ার আশায় আট-ঘাট বেঁধেই মাঠে নেমেছেন তিনি ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে নিয়মিত যোগাযোগ, সভা সমাবেশ, ওয়াজ মাহফিল ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গণসংযোগ অব্যাহত রেখেছেন কর্মী বান্ধব প্রার্থী শামীম মির্জাপুরের তরুণ যুব সমাজের অন্তরে ইতিমধ্যে পাকাপোক্তভাবে স্থান করে নিয়েছেন সব মিলিয়ে শামীমের দিকে তরুণ-যুব সমাজসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে ক্লিন ইমেজের যুব নেতা হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে শামীমের ব্যাপক গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে

মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থী ও তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড পেইজে প্রচারণা চালাচ্ছেন

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. জহিরুল হকের সঙ্গে কথা হলে তিনি জানান, দলীয় গঠনতন্ত্র মোতাবেক উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুক্রবার সকাল থেকে চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে আগামীকাল শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি চলবে এছাড়া একক প্রার্থী নির্ধারণে কাউন্সিলরদের ভোটের ব্যবস্থা রেখে রবিবার সকাল ১০টায় স্থানীয় এমপির বাসভবনে বর্ধিত সভার আয়োজন করা হয়েছে ৩৯৩ জন কাউন্সিলর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ে ভোট দিবেন