• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সাভারে মায়ের সামনেই পুড়ে মরল শিশু সাদিয়া

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩  

সাভারের তেঁতুলঝোড়া এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় মা দৌড়ে সরে যেতে পারলেও তার চোখের সামনেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে সাত বছরের শিশু সাদিয়ার। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সাভারের হেমায়েতপুর যাদুরচর ভূঁইয়া বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, নিহত সাদিয়া গাইবান্ধা জেলার সাঘাটা থানার পূর্ব শিমুলতা গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সে তার পরিবারের সাথে ওই বাসায় থাকত। তার বাবা সাইদুল ইসলাম ঢাকায় রিকশাচালক। দুপুরে নিহত মা রান্নার জন্য চুলায় আগুন জ্বালান। এ সময় গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ট্যানারি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নার সময় শিশু সাদিয়া ঘরের ভেতরে খাটের ওপর খেলছিল বলে জানা গেছে।

সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের লিডার মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা পৌঁছানোর আগেই আগুন নিভে গিয়েছিল। তবে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়নি। সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে রুমের ভেতর ঢুকে পড়ে এবং রুম বন্ধ ছিল। সাদিয়ার মা বাইরে সরে যেতে পারলেও বাচ্চাটি ভেতরেই দগ্ধ হয়ে মারা যায়। নিহত শিশুর লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাভার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে। লাশের ময়নাতদন্ত ছাড়াই পরিবার গ্রহণ করতে চেয়েছে। সেভাবে একটি আবেদনও তারা দেবে বলে জানিয়েছে। তাদের আবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।