• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দক্ষিণ কেরানীগঞ্জের আতঙ্ক ‘কালা জরিপ’ আটক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩  

কেরানীগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী মাদক সম্রাট কালা জরিপকে বিদেশি অস্ত্র ও মাদকসহ আটক করেছে র‍্যাব-১০। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যা মামলাসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) র‍্যাব ১০ এর পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, জরিপসহ তার তিন সহযোগীকে আটক করা হয়েছে। কালা জরিপ ১৫ বছর যাবৎ ডিশের ব্যবসার আড়ালে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় মাদক ও চাঁদাবাজি করে আসছিল।

এছাড়া, তিনি অবৈধ ভূমি দখল করতে নিজস্ব বাহিনীকে অস্ত্র দিয়ে নিরীহ মানুষকে হুমকি দিত বলে জানায় র‍্যাব। কালা জরিপে বিরুদ্ধে প্রায় ১০টি মামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগের ভিত্তিতে ১৭ জানুয়ারি (মঙ্গলবার) রাতে হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি এগোন, ১টি গাড়ি, নগদ প্রায় ২ লাখ টাকা, গুলি, মদ ও ইয়াবাসহ আটক করে র‍্যাবের অভিযানিক দল। কালা জরিপের বিরুদ্ধে ৩টি মামলা করা হবে বলে জানায় র‍্যাব।