• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

৬৪ হাজার ঘর নির্মাণ করে দিবে সরকার- দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯  

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের ৬৪ টি জেলার ভূমিহীনদের ৬৪ হাজার ঘর নির্মাণ করে দিবে সরকার। এসব ঘর হবে তাপ, ঠান্ডা ও আগুন নিরোধক এবং মেঝে হবে ১৯৮৮ সালের বন্যার পানির লেভেলেরও উপরে। বন্যায় এসব ঘর তলিয়ে যাওয়ার কোনো ঝুঁকি থাকবে না বলে জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

 রবিার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সপ্তদশ প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

পরে ত্রাণের কম্বল নিয়ে দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ত্রাণের কম্বল নিয়ে দুর্নীতির প্রতিবেদনটি আমি নিজেও দেখে বিষয়টি নিয়ে সচিব ও মহাপরিচালকসক সবাইকে ডেকে জরুরী মিটিং করেছি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্টে যদি কোন অনিময় ধরা পড়ে তাহলে সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। 

আয়োজিত অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম ও উপ-উপাচার্য  প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডীন প্রফেসর ড. মাসুম ইকবাল, প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর এম সামছুল আলম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এ এম এম হামিদুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক প্রমুখ।