• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

অবৈধ মাছের আড়ৎ, দুর্গন্ধ ও যানজটে দুর্ভোগে মানুষ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯  

গাজীপুরের কালিয়াকৈরে উচ্ছেদের পর ফের বনের জমি এবং সড়ক ও জনপথ বিভাগের জমি জবর-দখল করে গড়ে উঠেছে অবৈধ মৎস্য আড় প্রতিদিনের স্য আড়তের নোংরা পানি মহাসড়কে উঠে সৃষ্টি হচ্ছে খানাখন্দ এ ছাড়া মাছের পচা পানির দুর্গন্ধে দুষিত হচ্ছে পরিবেশ অপরদিকে মাছ বহন করা যানবাহন মহাসড়কে রাখায় ওই এলাকায় সৃষ্টি হচ্ছে যানজট এসব কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের 

এলাকাবাসী, পরিবহন শ্রমিক ও যাত্রী সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা-নবীনগর মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় অবৈধভাবে এ মৎস্য আড়গড়ে উঠেছে দীর্ঘ দিন আগে চন্দ্রা ত্রিমোড় এলাকায় সড়ক জনপথ বিভাগের জমি দখল করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গড়ে উঠে ওই স্য আড়টি

সেখানে চারলেনের ফ্লাইওভার ব্রিজ নির্মাণ কাজের জন্য গত ৪-৫ মাস আগে আড়ৎটি তুলে দেয়  সড়ক বিভাগ পরে সেখান থেকে কিছুদুর দক্ষিণে স্থানীয় বন অফিসের মাত্র ২০০ গজ দূরে গজারি গাছ কেটে বনের ও সড়ক বিভাগের জমি দখল করে একটি দালাল চক্র পরে ওই চক্রটি প্রায় ২৫ শতাংশ জমির উপর অবৈধভাবে গড়ে তোলে

অভিযোগ রয়েছে, মৎস্য আড়টি গড়ে তোলার বিনিময়ে দালাল চক্র, স্থানীয় বন অফিস ও সড়ক বিভাগের অসাধু কর্মকর্তারা মোটা অংকের টাকা আদায় করে বিষয়টি নজরে এলে উপজেলা প্রশাসন মাসখানেক আগে অভিযান চালিয়ে আড়ৎটি উচ্ছেদ করে দেয় উচ্ছেদের কয়েকদিন যেতে না যেতে আবারও গড়ে উঠে স্য আড়

মৎস্য আড়টি টিকিয়ে রাখতে স্থানীয় দালাল চক্র, বন অফিস ও সড়ক বিভাগের লোকজন মাসিক হিসেবে চাঁদা দিতে হচ্ছে এ ছাড়া মৎস্য আড়টি চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশে হওয়ায় হাইওয়ে পুলিশকে মাসোয়ারা দিতে হয়

অবৈধভাবে মৎস্য আড়টি গড়ে উঠায় একদিকে ধব্বংস হচ্ছে বন প্রতিদিনের স্য আড়তের নোংরা পানি মহাসড়কে উঠে সৃষ্টি হচ্ছে খানাখন্দ এ ছাড়া মাছের চা পানির দুর্গন্ধে দুষিত হচ্ছে পরিবেশ অপরদিকে মাছ বহন করা যানবাহন মহাসড়কে রাখায় ওই এলাকায় সৃষ্টি হচ্ছে যানজট এসব কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের

এসব থেকে পরিত্রাণ পেতে স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন কিন্তু এটি সরানোর বিষয়ে কেউ বলতে গেলে পুলিশ দিয়ে ভয় দেখানোর অভিযোগ পাওয়া গেছে পুলিশ ছেলের বাবা ও মৎস্য আড়মালিক সমিতির সভাপতি শ্রী সহদেব বিরুদ্ধে

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আড়ৎদার জানান, মৎস্য আড়টি টিকিয়ে রাখতে স্থানীয় দালাল চক্র, বন অফিস ও সড়ক বিভাগের লোকজনকে মাসিক হিসেবে চাঁদা দিতে হচ্ছে এছাড়া মৎস্য আড়টি চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশে হওয়ায় হাইওয়ে পুলিশকে মাসোয়ারা দিতে হয়

পুলিশের ভয় দেখানো বিষয়টি অস্বীকার করে চন্দ্রা মৎস্য আড়মালিক সমিতির সভাপতি শ্রী সহদেব বলেন, আমরা সকলে মিলে বন বিভাগ ও সড়ক বিভাগের জমিতে আড়ৎ করেছি এরজন্য বন বিভাগ সড়ক বিভাগের লোকজন কিছু বলেনি

কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের সহযোগিতা ছাড়া এটা আমাদের পক্ষে উচ্ছেদ করা সম্ভব নয়

গাজীপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম বদরুল আলম জানান, এ বিষয়টি আমার জানা ছিল না বিষয়টি জানতে পেরে তিনি জানান, এখনি হাইওয়ে ওসিকে এখনো বলে দিচ্ছে, যাতে করে সড়কে যানবাহন রাখতে না পারে

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান, ইতিমধ্যে ওই মৎস্য আড়টি কয়েকবার ভাঙ্গা হয়েছে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী মহোদয়কেও জানানো হয়েছে যান চলাচলের সুবিধার্থে যতবার উঠাবে তত বারই ভাঙ্গা হবে

গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, গাজীপুর একটি শিল্পাঞ্চল বিধায় প্রায় ৩২ জেলার এটি প্রবেশদার বিবেচনা করে সরকার রাস্তাগুলোকে প্রশস্ত করছে কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, কিছু দুষ্কৃতিকারী এই রাস্তার তীরবর্তী জায়গায় মাছ বাজার, সবজি বাজার ইত্যাদি অবৈধ দখলের পায়তারা করছে ইতিমধ্যে কয়েকবার উচ্ছেদ করা হয়েছে

এবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা করা হবে এছাড়া এসব বাজার যেন বসতে না পারে সেজন্য মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হবে