• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

জাবিতে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইন্সিটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মিডিয়া অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপি (২৪-২৬ জানুয়ারি) জাতীয় আলোকচিত্র প্রদর্শনী

এতে সারাদেশের ৩৮ জন আলোকচিত্রীর মোট ৪৪টি ছবি স্থান পায় গত বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে এই আলোকচিত্র প্রদর্শনী শুরু হয় এবং ২৬ জানুয়ারি পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়

এতে ‘শিরোনামহীন’ নামক ছবির জন্য প্রথম পুরস্কার পান গাজী মোহাম্মদ শাহীর মাহদী দ্বিতীয় পুরস্কার পান জহুরুল আজাজের ‘দ্যা পিস স্টেটমেন্ট’ নামক ছবি এছাড়া ‘টেম্পল অব লাভ’ নামক ছবির জন্য তৃতীয় পুরস্কার পান রাশেদুল ইসলাম

অনুষ্ঠানটির উদ্বোধন ও সমাপনীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ইন্সিটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক শেখ মোহম্মাদ রাফিউল হক আহ্বায়ক হিসেবে ছিলেন ফটোগ্রাফি ক্লাবের সভাপতি খালিদ বিন মাহমুদ