• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

হঠাৎ কেরানীগঞ্জে সালমান এফ রহমান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

শনিবার হঠাৎ এক ঝাঁটিকা সফরে কেরানীগঞ্জে দাফনকৃত আল মারকাজুল ইসলামীর (এএমআই) প্রতিষ্ঠাতা সভাপতি ও নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মুফতি শহিদুল ইসলামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সকাল সাড়ে ১১টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের সিরাজনগর জামিআতুল উলুম আল ইসলামিয়া মাদরাসার প্রাঙ্গণে কবর জিয়ারত করেন। 

এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য ও তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশিদ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মুফতি শহিদুল ইসলাম গত বৃহস্পতিবার মধ্যরাতে মানিকগঞ্জে তার প্রতিষ্ঠিত মাদরাসা আবু হুরায়রায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। পরদিন শুক্রবার ২টা ৪০ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাড়ি কেরানীগঞ্জের সিরাজনগর  গ্রামে পরে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

১৯৮৮ সালে মুফতি শহিদুল ইসলাম প্রতিষ্ঠিত আল মারকাজুল ইসলামি মানব সেবামূলক কাজ করে আসছে। হাসপাতাল, অ্যাম্বুল্যান্স সার্ভিস থেকে শুরু করে বহু সেবামূলক কাজে অবদান রেখে চলছে তার এই প্রতিষ্ঠান।