• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দেলদুয়ারের আটিয়া মাজার সড়ক যেন মৃত্যু ফাঁদ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯  

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া মাজার সড়কটি যেন মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে । সড়কটির পিচ ঢালাই উঠে গিয়ে কিছু অংশ মূল রাস্তার চেয়ে অনেক নিচু হয়ে গেছে ।

জানা গেছে, গত বন্যা মৌসুমে আটিয়া গ্রামের লুৎফর মিয়ার বাড়ির পাশে সড়কটির কিছু অংশ দেবে যায় । এরপর যানবাহন চলাচলে পিচ ঢালাই উঠে গিয়ে মাটি বেড়িয়ে আসে । ফলে রাস্তাটি অনেক নিচু ও ঢালু হয়ে যায় । এছাড়া রাস্তাটির দেবে যাওয়া অংশেই রয়েছে বিপদজনক বাঁক। সে কারণে সড়কটি দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা ।

প্রতিদিন সড়কটি দিয়ে মালবাহী ট্রাক, সিএনজি চালিত অটোরিক্সা, পিকআপ ভ্যানসহ প্রায় কয়েক হাজার যানবাহন চলাচল করে। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন হেলে দুলে চলছে যানবাহন। রাস্তাটির পাশেই রয়েছে আটিয়া শাহেন শাহ্ আদম কাশ্মিমীর (র:) মাজার। যেখানে প্রতি বছর দুর দুরান্তের হাজার হাজার ভক্তদের আগমন ঘটে ।

আটিয়া গ্রামের হাসমত মিয়া ও মীর আশরাফ হোসেনসহ কয়েক জন এলাকাবাসী জানান, প্রায় এক বছর হলেও সড়কটি সংস্কার করা হচ্ছে না । ফলে সড়ক দিয়ে চলতে গিয়ে মাঝে মাঝেই উল্টে গিয়ে গাড়ি পড়ে খাদে । এলাকাবাসী জানায়,  রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে যে কোন সময় বড় ধরণের প্রাণঘাতি দুর্ঘটনা ঘটতে পারে।

ছিলিমপুর থেকে করুটিয়া পর্যন্ত সড়কটি স্থানীয় সরকার প্রকৌশলীর বিভাগের (এলজিইডি) অধীন রয়েছে। এমন অবস্থায় সড়ক ব্যবহারকারীরা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান ।

এ ব্যাপারে আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।