• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

এসএসসি পরীক্ষা শুরু ৩০ এপ্রিল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

শিক্ষাসূচি অনুযায়ী, সাধারণত এসএসসি পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। তবে করোনার কারণে গত দুই বছরে তা হয়নি নির্দিষ্ট সময়ে। তারই ধারাবাহিকতায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ৩০ এপ্রিল। এরই মধ্যে রুটিন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ওয়েবসাইটে প্রকাশ করবে শিক্ষা বোর্ড।

এবারও সংক্ষিপ্ত সিলেবাসেই হবে সব বিষয়ের পরীক্ষা। এরই মধ্যে রুটিনের খসড়া তৈরি হয়ে গেছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

এ বিষয়ে আন্তঃ শিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এবার পূর্ণ নম্বরে সব বিষয়ের পরীক্ষা হবে। এরই মধ্যে প্রশ্নপত্র তৈরির কাজ শেষ। প্রশ্ন ফাঁস ঠেকাতে নেওয়া হচ্ছে সব ধরনের ব্যবস্থা। কেউ যেন গুজব ছড়াতে না পারে সেজন্য এখন থেকেই থাকছে নজরদারি।

তিনি আরও জানান, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ২০ লাখের বেশি পরীক্ষার্থী। করোনার কারণে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করার সুযোগ কম পাওয়ায় এখন বাড়তি সময় দিয়ে তাদের দুর্বলতা দূর করা হচ্ছে, বলে জানালেন শিক্ষকেরা।

এসএসসির পরে, এবারের এইচএসসি পরীক্ষা শুরু হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে।