• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণে নীতিমালা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

দেশের একেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে একেক রকম চিকিৎসা খরচের কারণে ভোগান্তিতে সেবা গ্রহীতারা। এ জন্য একটি নীতিমালা তৈরি করে মান অনুযায়ী মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এক মাসের মধ্যেই মূল্য নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এতে বেসরকারি স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির পাশাপাশি জনগণের ভোগান্তি কমবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চলতি বছর নিপাহ ভাইরাসে এ পর্যন্ত আটজন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে সচেতনতার ওপর জোর দেন তিনি।

রোববার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যখাতের জরুরি বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, নিপাহ ভাইরাসে আক্রান্তদের ৭০ ভাগের বেশি মৃত্যু হয়। কোনো ভ্যাকসিন না থাকায় এ ভাইরাসের বিষয়ে সচেতন থাকার ওপর জোর দেন তিনি।