• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সাভারে সেবা সপ্তাহ উপলক্ষে পুলিশের র‌্যালি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯  

পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র‌্যালি করেছে পুলিশ। রবিবার দুপুরে সাভার মডেল থানা পুলিশের উদ্যোগে সেবা সপ্তাহকে সফল করার জন্য এ র‌্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি সাভার মডেল থানা থেকে শুরু হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় র‌্যালিতে সাভার মডেল  থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ট্রাফিক পুলিশের প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।  

র‍্যালি শেষে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ সাইদুর রহমান বলেন, সেবা সপ্তাহের শুরুতেই আমরা থানা, ফাঁড়ি, ডিবি ও ট্রাফিক পুলিশের সদস্যদেরকে যথাযথ দিক নির্দেশনা দিয়েছি। দেশের প্রত্যেক থানা থেকে আজকে র‌্যালি করা হয়েছে। জনগণকে কাঙ্খিত সেবা প্রদানের জন্য আমরা অনুরোধ করবো, জনগণ যেন সকল বিষয়ে পুলিশকে বিশ্বাস করে সমস্যার কথা খুলে বলেন এবং পুলিশের সেবা ও সহযোগিতা প্রত্যাশা করেন। আমরা তাদের প্রত্যাশা অনুযায়ী কাঙ্খিত সেবা প্রদানে সচেষ্ট থাকবো।   

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল হক, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি এএফএম সায়েদ ও ঢাকা জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ আবুল হোসেন প্রমুখ।