• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সাভারে সেপটিক ট্যাংকে ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় মানববন্ধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পরিচ্ছন্নতাকর্মীসহ তিন শ্রমিক মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি, গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিক নেতারা।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের শিমুলতলা এলাকায় এই মানববন্ধন করেন তারা। এর আগে বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশনস বিডি লিমিটেড নামের পোশাক কারখানার সেপটিক ট্যাংক থেকে মৃত তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার খাগালিয়া গ্রামের সহিদ মিয়ার ছেলে মো. মিঠু মিয়া (২২), তিনি পরিচ্ছন্নতাকর্মী হিসেবে জীবিকা নির্বাহ করতেন। অপর দুজন পোশাক শ্রমিক হলেন খুলনা জেলার বটিয়াঘাটা থানার বুনারাবাদ গ্রামের নুর ইসলাম শিকদারের ছেলে মো. রাকিব (২২) ও রংপুর জেৱার গঙ্গাচড়া থানার নিবদাশ গ্রামের ফেরদৌস রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৭)। তারা ওই কারখানার অপারেটর পদে চাকরি করতেন।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, মালিকের উদাসীনতার কারণে এই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত তিনজনের মধ্যে দুজন ওই কারখানার অপারেটর পদে চাকরি করতেন। তারা কিভাবে সেপটিক ট্যাংকের ভেতরে গেলেন? আমরা ধারণা করছি, জোরপূর্বক তাদের ওই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিকেল ৩টার দিকে নিখোঁজ হন শ্রমিকরা। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। সাথে সাথে কেন ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলো না? কাজেই এটা স্পষ্ট যে এখানে অসৎ উদ্দেশ্য ছিল।

ওই কারখানায় বুধবার বিকেল ৩টার দিকে সেপটিক ট্যাংকে নেমে নিখোঁজ হন তিন শ্রমিক। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে ওই শ্রমিকদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।