• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩  

ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে চার বছর যাবৎ ধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্র জানা যায়, আশুলিয়ার শ্রিখন্ডিয়া এলাকায় একই বাড়িতে থাকার সুবাদে প্রতিবেশী আব্দুর রহমান জিম নামের এক যুবকের সাথে ওই নারীর পরিচয় হয়।

পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার নির্যাতন চালানো হয় তার উপর। এমনি গোপনে সেই ভিডিও চিত্র ধারণ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারও হাতিয়ে নেওয়া হয়। পরে এ ঘটনায় ভুক্তোভোগী নারী বাদী হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ পরিদর্শক বিপুল সরকার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।