• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পক্ষাঘাতগ্রস্তদের সুবিধার জন্য সাভার থানায় ঢালু পথ চালু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩  

থানায় এসে সরাসরি সেবাপ্রত্যাশী পক্ষাঘাতগ্রস্ত ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিল সাভার মডেল থানা। এই প্রথম চালু হলো হুইলচেয়ার সেবা। নির্বিঘ্নে যাতায়াতের জন্য সিঁড়ির পাশাপাশি তৈরি করা হয়েছে আলাদা চারটি র‌্যাম্প (সিঁড়ির পরিবর্তে ঢালু পথ)।

শনিবার দুপুরে পক্ষাঘাতগ্রস্ত আমেনা বেগমকে হুইলচেয়ার প্রদানের মাধ্যমে সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহার সঞ্চালনায় ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ভেলরি অ্যান টেইলর।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘পক্ষাঘাতগ্রস্তদের আইনি সেবা প্রদানে এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য থানায় সিঁড়ির পাশাপাশি তৈরি করা হলো চারটি র‌্যাম্প।’ শিগগিরই ঢাকা জেলার প্রত্যেকটি থানায় এই সেবা কার্যক্রম চালুর ঘোষণা দেন পুলিশ সুপার।

সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ভেলরি অ্যান টেইলর বলেন, ‘শুধু এখানেই নয়, পক্ষাঘাতগ্রস্তদের জন্য সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলায় ফুট ওভারব্রিজে ওঠা-নামার জন্য বৃহৎ আকারের একটি র‌্যাম্প স্থাপন করা হয়েছে। দেশের অন্যান্য থানার জন্য এটি একটি উদাহরণ হতে পারে।’