• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

গাজীপুরে তিনটি ইটভাটা ধ্বংস

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯  

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় তিনটি ইটভাটা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এ সময় ভাটার মালিকদের কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়

রবিবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের এ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান

গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার বলেন, গাজীপুর সিটি করপোরেশন কাউলতিয়ায় শফিকুল ইসলামের মের্সাস শাপলা ব্রিকস, কফিল উদ্দিনের এনএসবি ব্রিকস ও হানিফ হাওলাদারের এমটিবি ব্রিকস ইটভাটাগুলো ফায়ার সার্ভিসের পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়া হয় পরে ভেকু মেশিন দিয়ে তিনটি ইটভাটা ভেঙ্গে ফেলা হয় প্রত্যেক মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমান আদায় করা হয় এ অভিযান অব্যাহত থাকবে

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের পরিবেশ অধিদফতরের পরিদর্শক দিলরুবা আক্তার, শেখ মুজাহিদ, জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া, পুলিশ বিভাগসহ পরিবেশ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা