• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

জাবিতে সাংস্কৃতিক মেলা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯  

'জীর্ণ ধরা ভরুক শিল্প শঙ্খ রবে' স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি আয়োজন করেছে সাংস্কৃতিক  মেলা ২০১৯ ২৭ জানুয়ারি থেকে চলবে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত এবারের মেলাটি ১৪ তম সাংস্কৃতিক মেলা

গত শনিবার (২৬ জানুয়ারি) সাংস্কৃতিক মেলা ২০১৯ এর আহ্বায়ক সাদিয়া আফরিন তন্বী এ তথ্য জানান

২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে উদ্বোধনী র‌্যালির   মাধ্যমে মেলা আনুষ্ঠানিকতা শুরু হয়, একই দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে গুণীজন সম্মাননা (মাসুম রেজা) ও সুরগাঁও নাটক মঞ্চায়িত হয় সোমবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গুণীজন সম্মাননা (আহসান হাবীব) ও সঙ্গীতানুষ্ঠান ‘কালনীর ঢেউ’ পরিবেশিত হবে’ 

এ ছাড়া ২৯ জানুয়ারি নাটক রেডক্লিফ লাইন, ৩০ জানুয়ারি গুণীজন সম্মাননা (সালাহ্উদ্দিন লাভলু) ও নাটক শিউলিনামা মঞ্চায়িত হবে ৩১ জানুয়ারি নাটক ‘কইন্যা’ ১ ফেব্রুয়ারী ফানুস উৎসব এবং ফেব্রুয়ারি জলসিঁড়ির পুনর্মিলনী অনুষ্ঠিত হবে