• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মানিকগঞ্জে পুলিশ সেবা সপ্তাহ শুরু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯  

মানিকগঞ্জে শুরু হয়েছে পুলিশ সেবা সপ্তাহ এই উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয় রবিবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড ট্রাফিক পয়েন্টে সেবা সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম

পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন”- এই শ্লোগানে বেলা ১১টায়  মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ট্রাফিক বক্সের সামনে থেকে জেলা পুলিশের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রায় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত পুলিশ সুপার মো: মহিউদ্দিনসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ,  মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক হবিবর রহমান সরকারসহ জেলা কমিউনিটি  পুলিশিং ফোরামের অন্যান্য সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা নানা পেশার মানুষ অংশ নেয় শোভাযাত্রাটি জেলা সদরের বিভিন্ন সড়ক গুলো প্রদক্ষিণ করে পরে সদর থানা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

আলোচনা সভায় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত পুলিশ সুপার মহীউদ্দীন আহমেদ মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু বক্তব্য রাখেন

পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, পুলিশ জনগণের বন্ধু জনগণের পাশে    থেকে জনগণের জন্য সদা সর্বদা নিয়োজিত রয়েছে জনবান্ধব পুলিশকে সহযোগিতা করুন মাদক ও সন্ত্রাস নির্মূলে সরকার যেমন জিরো টলারেন্স, তেমনি পুলিশ বাহিনীও সদা তৎপর

 তিনি বলেন, পারিবারিক বন্ধন ও সম্প্রীতির অভাব মাদকাসক্তির অন্যতম  প্রধান কারণ পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি বাড়াতে হবে পারিবারিক সচেতনতা বাড়াতে হবে মানিকগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে