• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে সহিংস উগ্রবাদ প্রতিরোধে সচেতনতামূলক সভা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯  

মানিকগঞ্জে সহিংসতা উগ্রবাদ প্রতিরোধে সচেতনতামুলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা কার্যালয়ের অডিটরিয়ামে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সম্প্রীতি প্রকল্পের  আওতায় এই সভার আয়োজন করে পিপলস্ এডভান্সমেন্ট সোস্যাল এসোসিয়েশন (পাসা)

সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বাবুল মিয়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা জুবাইদি সিমকি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের সহকারি প্রোগ্রাম ম্যানেজার সাহাজাদী বেগম, ব্র্যাক মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আবু জাফর বক্তব্য রাখেন সভা পরিচালনা করেন পাসার নির্বাহী পরিচালক মোঃ ফরিদ খান

সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন

সভায় বক্তারা বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে উগ্রতা পরিহার করতে হবে উগ্রবাদই জঙ্গিবাদের জন্ম দেয় তাই উগ্রবাদকে নির্মূল করলে সহিংসতা, জঙ্গিবাদ দেশ থেকে নির্মূল হবে উগ্রবাদের সূচনা হয় পরিবার থেকে তাই পারিবারিকভাবে সম্প্রীতির বন্ধন তৈরী করতে হবে পাশাপাশি সামাজিক সম্প্রীতি বাড়াতে হবে

সরকার যেমন দেশ থেকে জঙ্গিবাদ উৎখাতে সফল হয়েছে তেমনি প্রতিটি পরিবারের সম্প্রীতির বন্ধন সুদূঢ় করতে পারলে উগ্রতা নির্মূল হবে জঙ্গিবাদ তৈরী হবে না দেশে শান্তি বজায় থাকবে