• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শিবালয়ে উচ্চ ফলনশীল সরিষার আবাদ বাস্তবায়নে মাঠ দিবস পালিত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯  

মানিকগঞ্জের শিবালয়ে উচ্চ ফলনশীল সরিষার আবাদ বাস্তবায়নে মাঠ দিবস পালিত হয়েছে রবিবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ উপজেলার শারাসিন এলাকায় এ মাঠ দিবসের আয়োজন করে

এ উচ্চ ফলনশীল সরিষার ফলাফল কতটা গ্রহণযোগ্য ও আাশানুরূপ তা মাঠ  পর্যায়ে পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ নেতা মোহাম্মদ আলী আকবর তিনি আবাদকৃত উচ্চ ফলনশীল ওই সরিষার জমি পরিদর্শন শেষে আলোচনা সভায় যোগ দেন

এ সময় চেয়ারম্যান বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে খাদ্যে সয়ংসম্পন্ন করতে একাধিক পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ঠ রয়েছেন এর ধারাবাহিকতায় দেশে তেলের ঘাটতি পুরণে উন্নত ও অধিক ফলনশীল সরিষার বীজ সরবরাহ করা হয়েছে এতে কৃষক একদিকে পাবে অর্থ অপরদিকে দেশে ভেষজ তেলের চাহিদাও মিটবে তাই এর প্রাসার ঘটাতে সকল কৃষককেই শক্ত হাতে হাল ধরতে হবে

তিনি জননেত্রী শেখ হাসিনার এমন উন্নয়নমুখী কর্ম বাস্তবায়নসহ দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকগণ উপস্থিত ছিলেন