• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দেশের মাটি দিয়েই শেখ হাসিনা স্টেডিয়ামের উইকেট তৈরির চিন্তা বিসিবি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩  

পূর্বাচলে গড়ে উঠছে শেখ হাসিনা স্টেডিয়াম। আগামী মাসের মাঝামাঝি সময়ে এই স্টেডিয়ামের গ্রাউন্ড লেভেলিং এবং উইকেট প্রস্তুত করার কাজটা শুরু হবে বলে দাবি বিসিবির। স্টেডিয়ামের নির্মাণ কাজ দুই বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা আছে।

পাশাপাশি এখানে একাডেমি ভবন, বিসিবির নিজস্ব ভবন, ক্রিকেটার্স ক্লাব তৈরি হবে। তা ছাড়া এই মাঠের উইকেট তৈরিতে দেশের মাটি ব্যবহার করতে চায় বিসিবি। ক্রিকেট মাঠের উইকেট তৈরিতে কাদামাটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে বিদেশ থেকে মাটি আনা হয়।

এর আগে দেশের মাটি দিয়ে সিলেট ও বগুড়া স্টেডিয়ামের উইকেট তৈরি হয়েছে। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ‘বাংলাদেশের মাটি দিয়ে উইকেট বানাতে পারলে সবচেয়ে ভালো হবে। আমরা আগেই প্রমাণ করেছি, এটি সম্ভব। আপনি যদি আমাদের সিলেট ও বগুড়ার উইকেট দেখেন, সেখানকার উইকেট আমাদের মাটি দিয়েই তৈরি।’

উইকেট তৈরির বিষয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন মাহবুব আনাম। শেখ হাসিনা স্টেডিয়ামে স্পোর্টিং উইকেট করতে চায় বিসিবি। এ কারণে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মাহবুব আনাম আরো বলেন, ‘পরামর্শকদাতাকে সব ধরনের মাটি দেখাব আমরা। আমরা এখন স্পোর্টিং উইকেটে খেলতে চাই, যা আমাদের ক্রিকেটকে এগিয়ে নেবে। একই সাথে অনেক ধরনের উইকেট নিয়ে আমরা আলোচনা করছি।’

এই স্টেডিয়ামে পাঁচটি ফেডারেশনকে তাদের নিজস্ব কার্যালয় স্থাপনের অনুমতি দেবে বিসিবি। এ ছাড়াও একটি হোটেলের জন্য এখানে জায়গা থাকবে। নতুন স্টেডিয়াম তৈরি হলেও মিরপুর থেকে সব কার্যক্রম গুটিয়ে ফেলা হবে না। দুই জায়গাতেই চলবে বিসিবির কার্যক্রম। মিরপুরে বিভাগীয়  ক্রিকেট ও পূর্বাচলে আঞ্চলিক ক্রিকেটের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে বোর্ড। মাহবুব আনাম বলেন, ‘আমরা দুই জায়গা থেকেই অফিস পরিচালনা করব। মিরপুর-পূর্বাচলে দুই জায়গাতেই আমাদের অফিস থাকবে।’