• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

মানিকগঞ্জে যুবলীগের পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ শুরু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ মে ২০২৩  

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে যুবলীগকে শক্তিশালী করতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহের কাজ শুরু করেছে জেলা যুবলীগ। বুধবার বিকালে শহরের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা পর্যায়ের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহের কাজ শুরু করা হয়।

প্রথম দিনে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনির কাছে সাটুরিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পদের জন্য জীবনবৃত্তান্ত তুলে দেন জেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের মাহমুদ।

এ সময় সিংগাইর যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. তমিজ উদ্দিন, জেলা যুবলীগের সদস্য ফিরোজ আলম খান ও মনিরুল ইসলাম খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।