• শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

মানিকগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্প

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ মে ২০২৩  

মানিকগঞ্জে অরঙ্গবাদ রেনেসাঁ ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ অসহায় মানুষের সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন। গতকাল সদর উপজেলার অরঙ্গবাদ টাওয়ার স্ট্র্যান্ড এলাকায় এ ক্যাম্পের উদ্বোধন করেন টেক কেয়ার জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. শাওন শিকদার।

এসময় আরো উপস্থিত ছিলেন বেতিলা-মিতরা ইউনিয়নের সদস্য আব্দুল মাজেদ, মো. ইকবাল হোসেন, রেনেসাঁ ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, খলিলুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ। দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে ওষুধসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন।