• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

কেরানীগঞ্জে ভূমিসেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে কার্যালয় প্রাঙ্গণে রবিবার গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট আমেনা মারজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম। এসময় ভূমি সেবা সহজীকরণে উপস্থিত ভূমি মালিকরা তাদের মতামত তুলে ধরেন। এ সময় তাদের সকল সমস্যা সমাধানে ভূমি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল বিন করিম বলেন, ভূমি অফিসে আসা সকল সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত, দালালমুক্ত সেবা পায় সেই ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্মার্ট ভূমিসেবা প্রদানে দুর্নীতিমুক্ত একটি স্মার্ট ভূমিসেবা সাধারণ মানুষের মধ্যে উপহার দেওয়া হবে।

তিনি আরো বলেন, আপনাদের যেকোনো সমস্যা সমাধানের জন্য সরাসরি ভূমি অফিসে যারা কর্মরত রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন, দালালদের পেছনে ছুটে অহেতুক টাকা ও সময় নষ্ট না করারও পরামর্শ দেন এবং এ ব্যাপারে সর্ব সাধারণের সহযোগিতা কামনা করেন। এ সময় সহকারী কমিশনার রাজস্ব সার্কেল দক্ষিণ কার্যালয়ের কর্মকর্তা ও প্রিন্ট, ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।