• সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

মানিকগঞ্জে হাসপাতাল বন্ধ, পরিচালকের ৪ মাসের জেল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ জুন ২০২৩  

মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় আলফা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ করেছেন উপজেলা প্রশাসন।  এ সময় ওই প্রতিষ্ঠানের পরিচালক মো. খবির উদ্দিনকে চার মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

বুধবার (৩১ মে) সিংগাইর বাসস্ট্যান্ড রোডে অবস্থিত আলফা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম এ দণ্ডাদেশ দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সিংগাইর বাসস্ট্যান্ড রোডে অবস্থিত আলফা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। এ সময় হাসপাতালে কোনও ডাক্তার পাওয়া যায়নি। এছাড়া হাসপাতালের বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। 

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ করে দেন। সেইসঙ্গে হাসপাতালের পরিচালক খবির উদ্দিনকে ৪ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারিয়া তাবাসসুম, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ও সিংগাইর থানা পুলিশের একটি টিম।