• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

জাবি থেকে মূল্যবান গবেষণা যন্ত্র চুরি!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে মাঠ পর্যায়ে গবেষণা করার জন্য স্থাপিত একটি মূল্যবান গবেষণা যন্ত্র চুরি হয়ে গেছে গত মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে এ যন্ত্রটি চুরি হয় বলে গণমাধ্যমকে সোমবার (২৮ জানুয়ারি) নিশ্চিত করেন জাবি ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ টি এম শাখাওয়াত হোসেন

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ এবং জাপানের টোকোহা বিশ্ববিদ্যালয় ও কাগওয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘অটোম্যাটেড ওয়েদার স্টেশন’ বা সয়ংক্রিয় আবহাওয়া স্টেশন'র গুরুত্বপূর্ণ অংশ চুরি হয় এতে করে যন্ত্রটি থেকে তথ্য ও উপাত্ত পাওয়া থেমে আছে বলে জানা যায়

জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, ঘনত্ব, প্রকৃতিতে বাতাসের গতিবিধি পর্যবেক্ষণ প্রভৃতি পরিমাপ করার জন্য ২০১৪ সালে এটি স্থাপন করা হয় এ স্টেশনে প্রাপ্ত তথ্য উপাত্ত ব্যবহার করে জাপানের বিশ্ববিদ্যালয় দুটির সঙ্গে বেশ কয়েকটি গবেষণার কাজ হয়েছে যন্ত্রটি চুরি হওয়ার ফলে থেমে গেছে গুরুত্বপূর্ণ গবেষণার কাজ

গবেষণা যন্ত্রটির তত্ত্বাবধায়ক এবং ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ টি এম শাখাওয়াত হোসেন আরো বলেন, ‘গবেষণা যন্ত্রটি বাংলাদেশের মাত্র ১৩টি স্থানে আছে এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও দৈনন্দিন জীবনে এর প্রভাব, মানুষের স্বাস্থ্যগত সমস্যা এবং প্রাকৃতিক বিপর্যয়ের তথ্যগত দিকগুলো পর্যবেক্ষণ করা হত এটি এখন থমকে আছে

তিনি আরো বলেন, ‘যন্ত্রটি টাকার মানে মূল্য কম হলেও এর সাথে আমাদের বিশ্ববিদ্যালয় ও দেশের সম্মান জড়িত এ ধরণের ঘটনায় আমাদের ভাবমূর্তি বিদেশী বিশ্ববিদ্যালয় গুলোর কাছে  ক্ষুণ্ণ হবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি

তবে ভবনটির সার্বক্ষণিক নিরাপত্তায় আনসার সদস্যরা থাকলেও কিভাবে এমন চুরির ঘটনা ঘটলো তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন আনসার ও গার্ডদের দায়িত্বে অবহেলার কারণে এমন ঘটনা ঘটছে বলে মনে করছেন বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা

এ বিষয়ে বিষয়ে নিরাপত্তা কর্মকর্তা আবু সৈয়দ মোহাম্মদ জিন্নাহ বলেন, ‘আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি আশে পাশের এলাকার দোকান গুলোতে খোঁজ খবর নেয়া হচ্ছে