• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

টাকা ফেরত পেল পরীক্ষার্থীরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯  

মির্জাপুরের ভাওড়া উচ্চ বিদ্যালয়ে অনৈতিকভাবে প্রবেশপত্র বাবদ আদায় করা টাকা ফেরত পেল শিক্ষার্থীরা। সোমবার ( ২৮ জানুয়ারি) ‘মির্জাপুরের ভাওড়া স্কুলে প্রবেশপত্র দিতে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের নজরে এলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

সোমবার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ বিদ্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে টাকা ফেরতের নির্দেশ দেন। পরে ১৫২ জন এসএসসি পরীক্ষার্থীর কাছ থেকে প্রবেশপত্র বাবদ নেওয়া ৫০০ টাকা করে ফেরত দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাসান। এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু সাইদ ভূঁইয়া বলেন, পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ফেরত দেওয়া হয়েছে।