• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ধামরাইয়ে অবৈধ কারখানায় আগুন, পাশের স্কুল, পলিথিন গোডাউন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯  

সোমবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকার ধামরাইয়ে কুল্লা ইউনিয়নের খাতরার কসমস এলাকায় লোকালয়ে অবৈধভাবে গড়ে ওঠা ব্যাটারির সীসা গলানোর কারখানায় অগ্নিকাণ্ডে কারখানা লাগোয়া একটি স্কুল ও পলিথিন গোডাউন ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডে আনুমানিক বিশ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে অন্যান্য সূত্র মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। ধামরাইয়ের দুইটি এবং ইপিজেডের একটি ফায়ার সার্ভিস ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রবিবার রাতেও কারখানাটিতে ব্যাটারির সীসা গলানোর কাজ চলছিল। এক পর্যায়ে কারখানার শ্রমিকরা ঘুমিয়ে পড়ে। পরে ওই কারখানায় আগুন লেগে যায়। এরপর কারখানা লাগোয়া ধামরাই ক্যাডেট স্কুল ও পলিথিন গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে স্কুলের চেয়ার, টেবিল, বই, ফ্যানসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। ধামরাই ফায়ার স্টেশনের ইনচার্জ সাহেব আলী বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে।