• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ধামরাই-সাভার বাইপাস সড়কে ভাগ্যবদল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯  

বংশী নদীবেষ্টিত ধামরাই উপজেলার দক্ষিণাঞ্চলের সড়কপথের যোগাযোগব্যবস্থা খারাপ থাকায় কয়েকটি ইউনিয়ন ছিল অবহেলিত ব্যবসা-বাণিজ্য না করার কারণে সেসব এলাকার মানুষের মূল পেশা ছিল মাছ ধরা ও কৃষিকাজ করা, তবে কৃষিপণ্যের বাজারজাতে ন্যায্য দাম পেতেন না এখন সেই চিত্র বদলে দিয়েছে সড়কপথের যোগাযোগ ব্যবস্থা

ধামরাই উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, এলজিইডি ও বিশ্বব্যাংকের অথার্য়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ধামরাইয়ের ঢুলিভিটা হয়ে বাড়িগাঁও থেকে ফোডর্নগর পযর্ন্ত চার  কিলোমিটার নতুন সড়ক ও তিনটি সেতু নিমার্ণের ফলে কুল্লা, রোয়াইল, সুয়াপুর ও নান্নার  ইউনিয়নসহ আশপাশের কয়েক লাখ মানুষের জীবনযাত্রা বদলে গেছে

 এ সড়কের সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি সংযোগ সড়ক, যা সাভার বাজারে গিয়ে মিশেছে কুল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা বোরহান উদ্দিন জানান, ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ধামরাই থেকে সাভার যেতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যেত সম্প্রতি ঢুলিভিটা- ফোডর্নগর সড়কটি নিমার্ণের ফলে এখন ১০/১২ মিনিটেই সাভার বাজারে পৌঁছানো যায় 

এ সড়ক নিমাের্ণর ফলে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারছেন ধামরাইয়ের চার ইউনিয়নের কয়েক লাখ মানুষ এ ছাড়া জমির দাম চার- পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে এবং পযর্টকদের আনাগোনাসহ অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন ঘটছে গড়ে উঠেছে কয়েকটি আবাসন প্রকল্পও এতে স্থানীয় কৃষক থেকে শুরু করে সব শ্রেণির মানুষের দীঘির্দনের দুভোর্গ লাঘব হয়েছে