• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

তৃণমূলের ভোটে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯  

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে কাউন্সিলরদের ভোটে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত হয়েছে চেয়ারম্যান পদে ৫ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী ছিলেন রবিবার (২৭ জানুয়ারি) একটি পৌরসভা, ১৪ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের  আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও আহবায়ক-যুগ্ম আহবায়কগণ বর্ধিত সভায় এ ভোট  দেন

গতকাল সোমবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ জানান,  ৩৮৩ জন কাউন্সিলর রবিবার বর্ধিত সভায় ভোট দিয়েছেন চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ২০৬ ভোট পেয়ে চেয়ারম্যান , ২১৬ ভোট পেয়ে মো. আজাহারুল ইসলাম সিকদার আজাহার পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী না থাকায় বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা পুনরায় বিনা নির্বাচিত হয়েছেন 

মীর এনায়েত হোসেন মন্টুর প্রতিদ্বন্ধী যুবলীগ নেতা মো. মামীম আল মামুন পেয়েছে ১৭৪ ভোট ভাইস চেয়ারম্যান পদে মো. আজাহারুল ইসলাম সিকদার আজাহারের প্রতিদ্বন্ধী মো.  সেলিম সিকদার পেয়েছেন ৭৫ ভোট, এএসএম মোজাহিদুল ইসলাম মনির পেয়েছেন ৫৪ ভোট, আরিফ খান পেয়েছেন ১৪ ভোট ও আলউদ্দিন আল আজাদ পেয়েছেন ২২ ভোট

চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হংকং শাখা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ লিটন, উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান সিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি মো. তৌফিকুর রহমান তালুকদার রাজিব, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা  যুবলীগের সাবেক আহবায়ক মো. সেলিম সিকদার, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো.  আলউদ্দিন আল আজাদ, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এএসএম মোজাহিদুল ইসলাম মনির ও আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নেতা মো. আরিফ খান প্রার্থী ছিলেন

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোনো  প্রতিদ্বন্ধী না থাকায় বর্তমান ভাইস চেয়ারম্যান মীর্জা  শামীমা আক্তার শিফা বিনা প্রতিদ্বন্ধীতায় পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত  হয়েছেন আগামী ৩১ জানুয়ারী দলীয় ভাবে চুড়ান্ত প্রার্থীদের তালিকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও প্রধান মন্ত্রীর কাছে পাঠানো হবে বলে মীর শরীফ মাহমুদ জানিয়েছেন