• সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

মোহাম্মদপুরে ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ড

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৩  

রাজধানীর মোহাম্মদপুর হাউজিংয়ে একটি ফার্নিচার কারখানায় অগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) মিজান ডোর অ্যান্ড ফার্নিচার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আজ ১১টা ৪০ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করে দুপুর সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত জানিয়ে তিনি বলেন, অগ্নিকাণ্ডে কারখানাটিতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং ২০ লাখ টাকার মালামাল রক্ষা করা হয়েছে।