• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সিংগাইরে ডিসির অবৈধ স্থাপনা পরিদর্শন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০১৯  

মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা মৌজার ধলেশ্বরী নদীতে নির্মাণাধীন অবৈধ স্থাপনা মঙ্গলবার (২৯জানুয়ারি) সকালে পরিদর্শন করলেন ডিসি এসএম ফেরদৌস

একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে সঙ্গে নিয়ে বহুল আলোচিত ডরিন পাওয়ারের 'মানিকগঞ্জ পাওয়ার জেনারেশনস' পরিদর্শন করেন তিনি

এ সময় আরো উপস্থিত ছিলেন- সিংগাইরের ইউএনও রাহেলা রহমত উল্লাহ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. হামিদুর রহমান ও স্থানীয় ইউপি ভূমি সহকারী কর্মকর্তা নুরুল ইসলামসহ প্রমুখ

ধল্লা এলাকার ধলেশ্বরীর নদীর ফোরশোরভুক্ত ১৩ একর জমিতে অবৈধভাবে বালু ভরাট করে পাইলিং করেন মানিকগঞ্জ পাওয়ার জেনারেশনস কোম্পানি

এ নিয়ে অভিযোগের ভিত্তিতে জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন সেই সঙ্গে তদারকির জন্য কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিনকে প্রধান করে কমিটি গঠন করেন

ইউএনও রাহেলা রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাওয়ার প্ল্যান্টের নির্মাণাধীন কাজ বন্ধ করেন