• শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

নারীর পায়ে ছোবল দিল জালে জড়ানো অজগর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩  

প্রতিবেশীর ধান ক্ষেতের বেড়ার জালে আটকে ছিল অজগরটি। পাশ থেকে যাচ্ছিলেন আমিরোন্নেছা (৪০) নামের এক বিধবা নারী। এ সময় হঠাৎ অজগরটি তার বাম পায়ে ছোবল দেয়। এ সময় তার চিৎকারে লোকজন ছুটে এসে সাপটি জালে জড়ানো অবস্থায় দেখতে পান।

পরে তারা সিপিজি সদস্যদের খবর দিলে তারা এসে অজগরটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। আহত নারীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি  ঘটেছে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন বগী গ্রামে। আহত নারী ওই গ্রামের মৃত মহিবুল্লাহ খোন্দকারের স্ত্রী।

সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের বগী ও চালিতাবুনিয়া ইউনিটের সদস্য সেলিম খান ও জাহাঙ্গীর তালুকদার জানান, কৃষক শহিদুল হাওলাদারের ধানক্ষেতের বেড়ার জালে আটকে ছিল অজগরটি। পরে স্থানীয়রা মোবাইলের মাধ্যমে খবর দিলে তারা গিয়ে জাল থেকে অজগরটি উদ্ধার করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের তেড়াবেকা ফরেস্ট ক্যাম্পে নিয়ে যান। ১০ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ১২ কেজি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের তেড়াবেকা ফরেস্ট ক্যাম্পের ইনচার্জ মো. নাসির উদ্দিন জানান, বনের পাশের বগী গ্রামের শহিদুল নামে এক কৃষকের ধান ক্ষেতের বেড়ার জালে আটকে পড়ে অজগরটি। পরে সাপটি সিপিজির সদস্যরা উদ্ধার করে নিয়ে আসেন। ১০ ফুট লম্বা অজগরটি ক্যাম্পের পাশের বনে অবমুক্ত করা হয়েছে। ক্যাম্প ইনচার্জ নাসির উদ্দিন আরো জানান, অজগরটি এক নারীকে ছোবল দিয়েছে। আজগর বিষধর সাপ না হওয়ায় তার তেমন কোনো সমস্যা হয়নি। তিনি সুস্থ আছেন